স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন রমজান মাসে “ভালো কাজ করি এবং শেয়ার করি” এই স্লোগানে কার্যক্রম পরিচালনা করে। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস রমজান মাস এই মাসে ভালো কাজের প্রতিদান ৭০গুণ এই মাসে ভালো কাজের অন্যতম একটি কাজ হলো ইফতার করানো। আমরা রমজান মাস ব্যপী ইফতার করাতে ইচ্ছুক এমন মানুষদের ইফতারগুলো রোজাদারদের মধ্যে বন্টন করে থাকি।