সবুজ বনায়ন প্রকল্প

প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহের জন্য একটি অঞ্চলের ২৫% বনাঞ্চল প্রয়োজন। বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ ১২.৫%। এই পরিমাণের সংখ্যা বাড়ানো সম্ভব অধিক সংখ্যাক বৃক্ষ রোপনের মাধ্যমে, এজন্য “স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন” এর প্রাথমিক ভাবে অঞ্চল ভিত্তিক লক্ষ্য মাত্রা হলো বাৎসরিক ৫০০০ বৃক্ষ রোপন করা। এজন্য ফলমৌসুমে স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন এর সেচ্ছাসেবক দল বীজ সংগ্রহ করে। বীজ থেকে অঞ্চল ভিত্তিক নার্সারি করা হয় এবং সারা বছর ব্যাপি নার্সারি থেকে উৎপাদিত গাছ ( চারা) শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, বাড়িতে রোপন করা হয়।

Scroll to top