শিক্ষা সাহায্য প্রকল্প

স্কুল সামগ্রী বিতরণঃ শিক্ষা মৌলিক অধিকার এ অধিকারটি সবার সাধ্যের মধ্যে রাখার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়াও একজন শিক্ষাথীর কিছু সহায়ক (ব্যাগ, খাতা, কলম, পেন্সিল বক্স) উপকরণ এর প্রয়োজন হয়ে থাকে। স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন এই সহায়ক সামগ্রীগুলো বিতরণের মাধ্যমে একজন শিক্ষার্থীর স্বপ্নগুলো বাস্তবায়নের সিঁড়ি হিসাবে কাজ করে । স্কুল ব্যাগ বিতরণ এর স্লোগান “ওদের একার স্বপ্ন আমাদের সবার প্রচেষ্টা”

শিক্ষা বৃত্তিঃ শিক্ষা মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি অন্যতম । এই অধিকারটি সকল শিক্ষার্থীর মাঝে (বিশেষ করে অসহায় দরিদ্র ) পুর্ণাঙ্গরুপে দেওয়ার লক্ষে কাজ করে স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন । শিক্ষা বৃত্তি স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন এর শিক্ষা বিষয়ক অন্যতম একটি প্রকল্প হলো শিক্ষা বৃত্তি। শিক্ষা বৃত্তি দুই ভাবে প্রদান করা হয়ে থাকে।

ক) নগদ অর্থ প্রদান।

খ) চাহিদা মোতাবেক বাৎসরিক শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান।

আল কুরআন শিক্ষাঃ  ২০২২ সাল থেকে শুরু হয়ে আসা স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন এর প্রথম প্রকল্প। প্রকল্পটির উদ্দেশ্য বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের ভালোভাবে আল কুরআন তিলাওয়াত শিক্ষায় দক্ষ করে তোলা। এছাড়াও প্রত্যেক বাড়ী, মসজিদ ও শিক্ষালয় গুলোতে পর্যাপ্ত আল কুরআন বিতরণ করা। বিশেষ করে রমজান মাস ভিত্তিক কুরআনিক সায়িন্স, দারসে কুরআন, তাফসিরুল কুরআন এইসব বিশেষ কোর্স চালু করার মাধ্যমে আল কুরআন তিলাওয়াতের গুরুত্ব বাড়ানো।

Scroll to top