“৩৬ হাজার ভাল কাজের ভিশন” সমাজসেবামূলক কাজের একটি গ্রুপ ভিত্তিক প্লাটফর্ম। দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবক গ্রুপ/দল তৈরী করা। যারা নিজে অঞ্চল ভিত্তিক সমাজসেবামূলক কাজের প্রতিনিধিত্ব করবে। এই সব গ্রুপ/দলের সদস্যদের সমাজের জন্য কাজ করানোর মাধ্যমে মানবিক গুণের অধিকারী করে তোলা।
“৩৬ হাজার ভাল কাজের ভিশন” সারাদেশে ১৫শ গ্রুপ/দল করার লক্ষ মাত্রা নির্ধারণ করেছে। এই ১৫শ গ্রুপ প্রতি মাসে ২ টি করে ভাল কাজ করবে। আর এভাবেই ১২ মাসে ১৫শ গ্রুপ থেকে ৩৬ হাজার ভাল কাজের একটি সংখ্যা দাঁড়াবে।
কেন “৩৬ হাজার ভাল কাজের ভিশন” এমন নাম গ্রহণ করা হল? একটি গাণিতিক হিসাব তার আরো সহজ ব্যাখ্যা দিতে পারবে,
১৫০০ টি গ্রুপ মাসে ২টি ভাল কাজ করলে=৩০০০ টি ভালকাজ হয়
১৫০০ টি গ্রুপ ১২ মাসে ২টি ভাল কাজ করলে=(৩০০০*১২)=৩৬০০০ ভাল কাজ।
বছরে ৩৬ হাজার ভালকাজের লক্ষমাত্রা থেকেই এই নামটি গ্রহণ করা।
গ্রুপ ও ভাল কাজের ধরণঃ এই গ্রুপ গুলি হবে খুবই সাধারণ। আমাদের আড্ডার বন্ধুদের নিয়েও একটি গ্রুপ হতে পারে আবার নিজেদের কর্মস্থলের সহযোগীদের নিয়েও একটি গ্রুপ হতে পারে। সর্বোপরি এটাই যে সাধারণ জীবন যাত্রার মাঝেই একটি গ্রুপ, শুধু আমরা একটু আনুষ্ঠানিকতার ছোঁয়া দিব মাত্র যাতে অনিয়মিত ভাল কাজ গুলো দলবদ্ধ থেকে নিয়মিত হয়।
ভাল কাজের ধরণ গুলি আরো অনেক সহজ। আমরা সাধারণত এই কাজ গুলো সচারচর করে থাকি। উদাহরণঃ কোন একটি গ্রুপ যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানে হয়, তারা শিক্ষা প্রতিষ্ঠানে একটি ঔষধি গাছ রোপন করল সেটাও একটি ভাল কাজ, বা একদিন ক্লাস রুম পরিষ্কার করল সেটাও একটি ভাল কাজ। কেউ একজন প্রতিদিন পার্কে বসে ৫ টাকার বাদাম খায় কোন একদিন সবাই মিলে বসে ২৫ টাকার বাদাম নিল এবং পার্কের অনাথ শিশুদের নিয়ে খেল সেটাও একটি বড় মাপের ভাল কাজ। এ ধরণের কাজ গুলোই প্রতিটি গ্রুপ মাসে ২ টি করে করবে। গ্রুপের মধ্যে থাকার ফলে সামাজিক দায়িত্ববোধ ভালকাজ করার একটি জোড়ালো তাগিদ আসবে।
গ্রুপ/দল করতে যেসকল গুণাবলী প্রয়োজনঃ
- গ্রুপ নির্দিষ্ট অঞ্চল অথবা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক হতে হবে।
- গ্রুপে সর্বনিন্ম ৭ জন সদস্য হতে হবে, সদস্যদের মধ্যে একজনকে গ্রুপ প্রধানের ভুমিকা পালন করতে হবে।
- সেচ্ছাসেবী মনভাব সম্পূর্ণ হতে হবে।
- সংগঠনের নির্দেশনা অনুযায়ী মাসে ২ টি ভালকাজ করার ডকুমেন্ট জমা দিতে হবে।
গ্রুপ তৈরী করার সুবিধাসমুহঃ
- গ্রুপে থাকার ফলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের মাঝে মেলামেশার সুযোগ তৈরী হবে।
- সমাজ সেবামূলক কাজে সরাসরি অংশগ্রহণের সুযোগ।
- নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করতে পারা।
- স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন ভিত্তিক সোস্যাল ওয়ার্ক ও ক্যারিয়ার ভিত্তিক সেমিনারে অংশগ্রহণের সুযোগ।
- বিভিন্ন দাতব্য সংস্থাদের সমাজসেবামূলক কাজের প্রতিনিধিত্ব করার সুযোগ।
- ভাল কাজের গ্রুপ হওয়ায় নিজ এলাকা ভিত্তিক পারসোনাল ইমেজ বাড়ানোর সুযোগ।