মানুষের জীবন ধারনের মৌলিক উৎস গুলোর মধ্যে হলো পানি, বিশুদ্ধ পানির উপর নাম হলো জীবন। বিশ্ব সংস্থা (WHO) রিপোর্ট অনুসারে পৃথিবীর ৭০% হলো পানি কিন্তু বিশুদ্ধ পানির সরবরাহ অনেক অঞ্চলেই সীমাবদ্ধ আকারে। বাংলাদেশে উত্তরাঞ্চল ভু-প্রাকৃতিক ভাবে সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু হওয়ায় বিশুদ্ধ পানির স্তর অনেকাংশেই সহজলভ্য নয় ও আর্থিক সংকটের কারনে অনেক পরিবারের পক্ষে এককভাবে নলকুপ স্থাপন করা সম্ভব নয়। তাই স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন এর পানি সরবরাহ প্রজেক্ট গুলোর মধ্যে অন্যতম একটি হলো “নলকূপ স্থাপন”।