পোষাক বিতরণ

শীত বস্ত্র বিতরণঃ মৌসুমী আবওহায়ার দেশ বাংলাদেশ।  বাংলাদেশে সাধারণত ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীতের তীব্রতা বেড়ে যায়, প্রত্যন্ত অঞ্চলে কিছু মানুষ আর্থিক সংকটের কারনে শীত নিবারণ করতে সক্ষম হয় না। তাদের শীত নিবারণ করতে সারা বছর ব্যাপি গরম কাপড় সংগ্রহ করা হয়ে থাকে।

উৎসব সামগ্রী বিতরণঃ জাতীয় উৎসব ও ধর্মীয় উৎসব গুলোতে (ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা) সকলের মাঝে উৎসবের আনন্দ গুলো ছড়িয়ে দেওয়ার জন্য সামর্থহীন ব্যক্তি ও পরিবারের মাঝে উৎসব সামগ্রী বিতরণ করা হয়। উৎসব সামগ্রীর প্যাকেজগুলো সাধারণত নতুন পোষাক, মিষ্টান্ন খাবার ও নিত্য প্রয়োজনিয় দ্রব্য ( চাল, ডাল,আলু , ভোজ্যতেল ) বিদ্যমান থাকে।

Scroll to top