স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও তরুণদের জন্য একটি অলাভজনক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৯ সালে থেকে কার্যক্রম শুরু করে। অত্র সেবামূলক প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় কার্যক্রম পরিচালনা করছে। সমাজের বঞ্চিত মানুষদের স্বাভাবিক জীবন-যাপনের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া, ভবিষ্যৎ প্রজন্ম ও তরুণ সমাজকে ইসলামি মূল্যবোধের আলোকে গড়তে এবং নিজেকে গড়াতে উৎসাহ প্রদান করাই স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশনের মৌলিক ভিশন। সকল মানুষ সমান, নেই কোন বৈষম্য। ঠিক তদরুপ সকল মানুষের স্বপ্ন গুলো বাস্তবায়নে থাকবে না কোন বৈষম্য “স্বপ্ন হোক সম্ভাবনাময়” এই স্লোগানে এগিয়ে যাওয়া।
আমাদের কাজের মূলনীতি সমুহঃ
- ভালো কাজের উদাহরণ হওয়া/ অগ্রগামী হওয়া।
- আমাদের সকল কাজগুলোর সচ্ছ জবাবদিহিতা রাখা।
- দানশীল ব্যক্তি এবং দান গ্রহণকারীর মাঝে সেতুবন্ধন তৈরী করা।
- ধর্ম, ভাষা, জাতি মতামত আঞ্চলিক বৈষম্য না করে সকলের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
সমাজে মানবিক মূল্যবোধ বাড়ানোর লক্ষে কাজ করা।